ঢাকা, ১১ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৭ ১৪৩২
ঢাকা, ১১ জুলাই, ২০২৫       
Shruhid Tea

সন্ত্রাসীর ছোঁড়া গুলি, ঠিকমতো হাঁটতে পারেন না ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১১:৫২, ১ এপ্রিল ২০২৩

সন্ত্রাসীর ছোঁড়া গুলি, ঠিকমতো হাঁটতে পারেন না ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ছবি-সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান পায়ের নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো হাটতে পারেন না। ব্রিটিশ সংবাদ ইন্ডিপেনডেন্টের সঙ্গে বৃহস্পতিবার (৩০ মার্চ) এক সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন সন্ত্রাসীদের গুলিতে পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকমতো চলাফেরা করতে পারেন না তিনি।

২০২২ সালের নভেম্বরে র‌্যালি নিয়ে ইসলামাবাদ যাওয়ার সময় ওয়াজিরাবাদ নামক একটি জায়গায় ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। সন্ত্রাসীর ছোঁড়া চারটি গুলি তার পায়ে লাগে। এতে তার পায়ের নার্ভ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হামলা ও এর পরবর্তী প্রভাব নিয়ে ইমরান বলেছেন, ‘গুলির ক্ষতের চেয়ে গুলির কারণে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাবে আমার অনেক বেশি সমস্যা হয়েছে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারি না। ডান পায়ে এখনো আমার পুরোপুরি অনুভব নেই। এটি দীর্ঘস্থায়ী প্রভাব, ডাক্তাররা বলেছেন এটি সময় সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে।’

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, নিজে পুরোপুরি হাঁটতে না পারলেও পাঞ্জাবে হতে যাওয়া নির্বাচন নিয়ে নিজ দল তেহরিক-ই ইনসাফের কর্মীদের ব্যস্ত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে গুলিবৃদ্ধ হওয়া সত্ত্বেও গত শনিবার লাহোরের মিনার-ই পাকিস্তান ময়দানে বিশাল র‌্যালি করেন ইমরান খান। এই র‌্যালিটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘এটি (মিনার-ই পাকিস্তান) পাকিস্তানের সবচেয়ে ঐতিহাসিক স্থান এবং এটি সবচেয়ে বড় ময়দান। তাই এই ময়দানটি পরিপূর্ণ করা খুবই কঠিন। যদি আপনি সেখানে র‌্যালি করেন পুরো দেশ দেখে, একটি দল হিসেবে ওই ময়দান পরিপূর্ণ করা মানে, আপনার প্রতি বিপুল সমর্থন রয়েছে।’

লাহোরের এ র‌্যালিতে যেন মানুষ না আসতে পারে সেজন্য প্রধান সড়কগুলোতে কনটেইনার দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে দেশটির সরকার। এছাড়া তারা হুঁশিয়ারি দিয়েছিল, রাজনৈতিক দলগুলোর র‌্যালিকে ঘিরে জঙ্গিরা সন্ত্রাসী হামলা চালাতে পারে। বর্তমান সরকারের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত