ঢাকা, ১১ মে, ২০২৪ | বৈশাখ ২৮ ১৪৩১
ঢাকা, ১১ মে, ২০২৪       
banner

অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:০৯, ১২ সেপ্টেম্বর ২০২০

অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০

ছবি-সংগৃহীত

স্বর্ণের খনি ধসের ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি স্বর্ণের খনি ধসে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় কিভু প্রদেশের কামিতুগা শহরের অস্থায়ী এ খনি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাতের কারণেই ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ। 

কামিতুগা শহরের মেয়র আলেক্সান্দ্রে বুন্দিয়া বলেছেন, খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।

দুর্ঘটনা কবলিত ওই খনিটি অবৈধভাবে পরিচালনা করা হচ্ছিল। কঙ্গোতে এমন অনেক অবৈধ খনিই রয়েছে। এগুলো সরকারি নিয়ম-নীতির বাইরেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। ফলে প্রায়ই সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকে।

প্রতি বছর এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছে। গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধসে পড়ার ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া চলতি বছরের জুনে অবৈধভাবে পরিচালিত আরও একটি খনিতে কাজ করার সময় আরো ৪৩ জন প্রাণ হারায়।

বঙ্গবাণী/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত