ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬ | মাঘ ১৫ ১৪৩২
ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৬       
Shruhid Tea

ফরিদপুর ২০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:৪৩, ২৮ জানুয়ারি ২০২৬

ফরিদপুর ২০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫- ২৬  অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৭ জানুয়ারী) বেলা বারোটার দিক ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক  কামরুল হাসান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন  ফরিদপুরের পুলিশ সুপার  নজরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সরকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সদর থানা প্রকৌশলী দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  প্রণব পান্ডে প্রমুখ।

এ সময়ে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫০টি  বাইসাইকেল, ৫০ জোড়া বেঞ্চ, ১০০ টি প্লাস্টিকের ডাস্টবিন, ২০০টি ছাতা, ২০০ জন শিক্ষার্থীর মধ্যে খাতা কলম, ২০০ জোড়া প্লাস্টিকের স্যান্ডেল, ৫টি ভেন্ডিং মেশিন, ২০ টি হুইল চেয়ার, ১০ টি  সাদা ছড়ি , এবং ৫ টি  পেসেন্ট বেড  বিতরণ  করা হয়।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত