ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬ | মাঘ ১৬ ১৪৩২
ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬       
Shruhid Tea

মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৫, ২৯ জানুয়ারি ২০২৬

মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি- বঙ্গবাণী

ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল দশটায় বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক জোড়া পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ। 

চরমাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারি, সাধারণ সম্পাদক প্রিন্স আলি (আলীমুজ্জামান), বিএনপি নেতা ও সমাজসেবক মির্জা মাসুদ রানা, চর মাধবদিয়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আঃ হাসেম বেপারি, মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সরকারি প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক খান, মমিন খারহাট বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। 

পবিত্র কুরআন তেলওয়াত, জাতীয় সংগীত সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর আগে আমন্ত্রিত অতিথিদের ব্যাজ প্রদান ও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে মশাল দৌড়, ক্রীড়া শপথ, মার্চ পাস্ট ও ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে শুরু হয় সাংস্কৃতিক ও যেমন খুশি সাজো প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের আমন্ত্রণীত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত