ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬ | মাঘ ৩ ১৪৩২
ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৬       
Shruhid Tea

হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:২৯, ১৬ জানুয়ারি ২০২৬

হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

ছবি-সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন হাসপাতাল রোডে ‘হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’ নামে একটি সেবামুলক প্রতিষ্ঠান তাদের যাত্রা শুরু করেছে। শুক্রবার(১৬ জানুয়ারী)বেলা ১১টার দিকে  যৌথ মালিকানায় পরিচালিত ওই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ঘোষনা করা হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি ঔষুধ ব্যাবসায়ী আবুল হোসেন খান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক মোঃইব্রাহীম খলিল, ঔষুধ ব্যাবসায়ী জয়নুল আবেদীন কামাল,উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্যা, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মোঃফখরুজ্জামান ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃশাহীন আনোয়ারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধন শেষে বিশেষ দোয়া মোনাজোতে অংশ নেন অনুষ্ঠানে আগত অতিথি বৃন্দ।

জানা যায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন উপলক্ষে আগামী ৩১জানুয়ারী পর্যন্ত ফ্রি-হেলথ চেকআপ এর পাশাপাশি ফ্রি রোগী দেখবেন ডা.অনন্যা শাঁখারী(গাইনী এন্ড অবস)ডা.রিফাত মুরসালিন ইবনে হাবীব, ডা.দেবাশীষ কাপুড়িয়া(মেডিসিন বিশেষজ্ঞ), ডা.মো:ইমরান ভূইয়া(জেনারেল সার্জন), ডা.পথিক বিশ্বাস(অর্থোপেডিক্স সার্জারী বিভাগ), ডা.মোঃমিজানুর রহমান(অর্থপেডিক্স এন্ড ট্রমা সার্জন) ডা.শেখ আম্মার হোসেন(শিশু রোগ অভিজ্ঞ), ডা.মোঃমাহাবুব আলম মন্ডল(মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিকস বিশেষজ্ঞ) ও ডা.শারমিন শিলা(ডেন্টাল সার্জন)।

এছাড়া এই হেলথকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রোগীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে মানসম্মত সেবা প্রদান করবে বলে জানায় সংশ্লিষ্টরা।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত