ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ | ভাদ্র ১১ ১৪৩২
ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫       
Shruhid Tea

করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১০:৫১, ১৯ আগস্ট ২০২১

করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন মৃত্যু প্রায় ৪৪ লাখ মানুষ। একইসঙ্গে শনাক্তের সংখ্যা , শনাক্ত প্রায় ২১ কোটি । আজ বৃহস্পতিবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ২০ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৬৬৭ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৩ লাখ ৯১ হাজার ১৫৩ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন তিন কোটি ৭১ লাখ ৪৮ হাজার ২৭ জন এবং মারা গেছেন ছয় লাখ ২৪ হাজার ২০৯ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩২ হাজার ৫১৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন দুই কোটি চার লাখ ৫৭ হাজার ৮৯৭ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৭১ হাজার ৬৬২ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৪৭৮ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৬১২ ডোজ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ হাজার ৭১৯ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জন মানুষ।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত