ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ | মাঘ ১১ ১৪৩২
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬       
Shruhid Tea

ফরিদপুরে ৬৯৮৫ টি ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:২১, ২৩ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে ৬৯৮৫ টি ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছবি-সংগৃহীত

ফরিদপুরে অভিযান চালিয়ে ৬৯৮৫ টি ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান র‍্যাব- ১০। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এর পশ্চিম পাশে ঢাকা টু গোপালগঞ্জগামী মহাসড়কের উপর এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০- ফরিদপুর এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।

র‍্যাব-১০- ফরিদপুর এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জয়বংলা রেলক্রসিং এর পশ্চিম পাশে ঢাকা টু গোপালগঞ্জগামী মহাসড়কের উপর অভিযান চালিয়ে ৬৯৮৫ টি ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক করা হয়েছে।ইয়াবার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত