ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ৬ ১৪৩১
ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪       
banner

ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৫২, ৮ অক্টোবর ২০২০

ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা

প্রতীকী ছবি

বাড়ি-ঘর নেই, রাস্তার ধারে ভিক্ষাবৃত্তি করে দিন চলে, এমনই চার ভিক্ষুক জিতেছেন এক বিশাল অঙ্কের লটারি। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের পশ্চিমের বন্দর শহর ব্রেইস্ট-এ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রেইস্টের রাস্তাতে পাশাপাশি ভিক্ষা করেন চার ব্যক্তি। তাদের সবারই বয়স ত্রিশের কোঠায়।

সম্প্রতি এক ব্যক্তি তাদের এক ইউরো মূল্যের একটি স্ক্র্যাচকার্ড দিয়ে যান। আর সেই স্ক্র্যাচকার্ডই তাদের জীবনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। সেই স্ক্র্যাচকার্ড থেকেই তারা জিতেছেন ৫০ হাজার ইউরো। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৫০ লাখ টাকা। আর তা নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

মঙ্গলবার এই ঘটনার খবর জানিয়েছে ফরাসি লটারি সংস্থা এফডিজে। এফডিজে পুরস্কার মূল্য চার জনের মধ্যে ভাগ করে দিয়েছে বলেও জানা গেছে।

সংস্থাটির মুখপাত্র বলেছেন, এই পুরস্কার পেয়ে তারা হতবাক হয়ে গিয়েছিলেন। ওই অর্থ কী ভাবে খরচ করবেন, তার কোনো পরিকল্পনা নেই। তারা এই অর্থ দিয়ে শহর ছাড়ার কথা ভাবছেন।

বঙ্গবাণী/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত