ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

শেষ পর্যন্ত বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:২৯, ১৫ ডিসেম্বর ২০২০

শেষ পর্যন্ত বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা

জো বাইডেন। ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছে দেশটির ইলেকটোরাল কলেজ। স্থানীয় সময় সোমবার ৫০টি অঙ্গরাজ্যের ইলেকটরদের বৈঠকের তাকে বিজয়ী ঘোষণা করা হয়।  আনুষ্ঠানিকভাবে জয় পাওয়ার পর দেয়া ভাষণে জো বাইডেন বলেন, মানুষের ইচ্ছার জয় হয়েছে।

প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণের প্রায় দেড় মাস পর এই ফলাফল প্রকাশ করল ইলেকটোরাল কলেজ।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফলে জো বাইডেনের জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু শুরু থেকেই বাইডেনকে জয়ী বলতে নারাজ ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনেন।

বঙ্গবাণী/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত