মিয়ানামারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান
প্রকাশিত: ০৮:১১, ২৬ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত
মিয়ানামারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন রোহিঙ্গাদের ১০ সংগঠনের নেতারা। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার ৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে ১০ রোহিঙ্গা সংগঠনের নেতারা এ কথা বলেন।
এ সংগঠনগুলো হলো- চ্যাম্পিয়নস অব চেঞ্জ, এডুকেশন অ্যান্ড উইজডম ডেভেলপমেন্ট ফর রোহিঙ্গা উইমেন, রোহিঙ্গা রিফিউজি কমিটি, রোহিঙ্গা উইমেন এডুকেশন ইনিশিয়েটিভ, রোহিঙ্গা ইয়ুথ ফোর লিগ্যাল অ্যাকশন, রোহিঙ্গা ইয়ুথ ইউনিটি টিম, ভয়েজ অব রোহিঙ্গা, রোহিঙ্গা স্টুডেন্ট ইউনিয়ন, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল ইউনিয়ন এবং রোহিঙ্গা উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি নেটওয়ার্ক।
বিবৃতিতে ১০ সংগঠনের নেতারা জাতীয় ঐক্য সরকারকে রোহিঙ্গা মন্ত্রী নিয়োগ দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজ করার তাগিদ দিয়েছে।
এতে আরো বলা হয়েছে, ২০১৭ সালের আজকের দিনে মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত কয়েক লাখ রোহিঙ্গা আসতে শুরু করেন বাংলাদেশে। মিয়ানমারে গণহত্যা ও হামলার কারণে সে দেশ থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন রোহিঙ্গারা। আমরা এই দিনটিকে স্মরণ করি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে আমাদের সঙ্গে কী ঘটেছিল। আমরা কয়েকটি সংগঠন স্মরণ ও শোক প্রকাশ করি এবং মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে গণহত্যা ও মানবতাবিরধী অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাই।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী খুন, ধর্ষণসহ আমাদের গ্রাম জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। এ হামলার প্রেক্ষিতে প্রায় ১০ লাখের মতো রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় এবং এখানে শরণার্থী ক্যাম্পে গাদাগাদি করে আশ্রয় নেয়। মিয়ানমারের সামরিক বাহিনী হাজারের অধিক পুরুষ, নারী ও শিশুকে হত্যা করেছে এবং কয়েক হাজার মানুষকে বন্দি করেছে, যারা জান্তা সরকারের বিরোধিতা করেছিল। রোহিঙ্গারা এখনো রাখাইন প্রদেশে অনেক ঝুঁকির মধ্যে আছে এবং তাদের নাগরিকত্ব, অবাধ চলাচল এবং মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে।
এতে বলা হয়, আমরা মিয়ানমারের নাগরিক যারা জান্তা সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন করি, তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতীয় ঐক্য সরকারের আন্তর্জাতিক বিচারের প্রতিশ্রুতিকেও সমর্থন জানাই। আমরা এরপরও জাতীয় ঐক্য সরকারকে আহ্বান জানাই রোহিঙ্গা নীতি বর্ধিত করার জন্য এবং রোহিঙ্গা মন্ত্রী নিয়োগ দেওয়ার জন্য। আমরা জাতিসংঘকে আহ্বান জানাই সুনির্দিষ্টভাবে মিয়ানামারের সামরিক বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য এবং উদ্ভূত পরিস্থিতি নিরসনের জন্য। জাতিসংঘকেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রেও ধীর গতি অবলম্বন করতে দেখা গেছে।
বিবৃতিতে সংগঠনগুলো জানায়, আমরা বিশ্ব আদালতে গণহত্যার দায়ে দায়ের করা মামলাকে সমর্থন জানাই। আমরা এ কয়টি সংগঠন সারাবিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সরকারকে আহ্বান জানাই মিয়ানমারে সংঘটিত গণহত্যার মাধ্যমে রোহিঙ্গাদের প্রতি যে অবিচার করা হয়েছে, তার একটি পরিষ্কার ধারণা তুলে ধরার জন্য। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই আমাদের জায়গা দেওয়ার জন্য এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য। আমরা দীর্ঘ সময় ধরে মিয়ানমার ফেরত যাওয়ার জন্য অপেক্ষা করছি। চার বছর পেরিয়ে গেলো, আমারা মাতৃভূমিতে ফিরতে পারিনি। ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠিত হবে এমন একটি দেশ গড়ে তুলতে একসঙ্গে কাজ করবো আমরা।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব

