বাসের পেছনে ট্রাকের ধাক্কা, ১৮ যাত্রী নিহত
প্রকাশিত: ১১:৩১, ২৮ জুলাই ২০২১
ছবি-সংগৃহীত
বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি জানয়েছে, উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে ছিলেন।
এই ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি কেউ। ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন।
এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। বারাবাঙ্কির পুলিশ সুপার যমুনা প্রসাদ জানান, দোতলা বাসটি হরিয়ানা থেকে প্রায় ১০০ যাত্রী নিয়ে বিহারে যাচ্ছিল।
তিনি বলেন, বাসের ভেতরও অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি এত জোরে ধাক্কা দিয়েছে যে বাসের ভেতর ঘুমিয়ে থাকা যাত্রীদের অনেকে রাস্তায় ছিটকে পড়েন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, রাস্তাজুড়ে মানুষের মরদেহের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি জানা যায়নি।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব

