ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৩ ১৪৩১
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪       
banner

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৯, ২৭ মে ২০২৩

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

ছবি-সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের লিটোরাল অঞ্চলে ডুয়ালা-এডিয়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার এই সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। দেশটির পরিবহন মন্ত্রী জিন আর্নেস্ট ম্যাসেনা এনগালে বিবেহে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ও শোকার্তদের বহনকারী একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। 

ভয়াবহ এই দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে এবং আহত হয়েছেন আরো কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে।

বিবেহে এদিয়া শহরের একটি স্থানীয় হাসপাতাল থেকে জানানো হয়েছে, এটি আমাদের দেশের জন্য একটি দুঃখজনক ঘটনা। এই দুর্ঘটনায় ১৬ জন মারা গেছে। অন্য তিনজন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

কতৃপক্ষ আরো বলেন, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্যামেরুনের পরিবহন মন্ত্রণালয়ের মতে, মধ্য আফ্রিকার দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দেড় হাজার মানুষ মারা যায়। এমন ঘটনার যেনো পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

সূত্র: সিনহুয়া

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত