ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১১ ১৪৩১
ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৪       
banner

ইমরান খানকে গ্রেফতারে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৫, ৯ মে ২০২৩

ইমরান খানকে গ্রেফতারে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

ইমরান খান

অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে পাকিস্তান। আজ ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। 

ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেছেন তার ভক্ত ও সমর্থকেরা। ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পুরো ইসলামাবাদে সহিংস আন্দোলনের রূপ নিয়েছে। এ ঘটনায় দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইসলামাবাদের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে, এই পরিস্থিতি যেন খারাপের দিকে না যায়, সেজন্য ১৪৪ ধারা জারি থাকবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ইসলামাবাদে এই অবস্থা অব্যাহত থাকবে।

এদিন ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে রেঞ্জার্সের সদস্যরা গ্রেফতার করে। যেখানে তিনি (খান) তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতারের পর সাবেক প্রধানমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে। গাড়িটিকে ঘিরে রেখেছে রেঞ্জার্সের সদস্যরা। সূত্র: জিও নিউজ

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত