ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

যে পাঁচ দেশের স্বীকৃতি পাচ্ছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:১১, ১৭ আগস্ট ২০২১

যে পাঁচ দেশের স্বীকৃতি পাচ্ছে তালেবান

তালেবান নেতারা- ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট আশরাফ গনি নেতৃত্বাধীন সরকারের পতনের পর কাবুলসহ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশ পরিচালনায় মনোযোগ দিচ্ছে সংগঠনটি। এরই মধ্যে তালেবানকে পাঁচ দেশের স্বীকৃতির আভাস পাওয়া গেছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন তালেবানকে স্বীকৃতি না দিতে অনুরোধ করেছেন। তার এ অনুরোধকে পাত্তা না দিয়েই বিশ্বের অনেক দেশ তালেবানকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছে। এরমধ্যে শিগগিরই তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্ক।

তালেবানের এক মুখপাত্র মোহাম্মদ নায়েম বলেন, তালেবান আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করছে। বিশ্বের সব দেশকে আহ্বান জানাচ্ছি যে, যেকোনো বিষয়ে আমাদের সঙ্গে বসুন। আমরা নারী ও সংখ্যালঘুদের অধিকার ও আফগান নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষায় সব সময় সচেতন থাকব।

এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর কাবুলে নিজেদের দূতাবাস বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ। পাশাপাশি নিজেদের নাগরিক এবং তাদের সঙ্গে কাজ করা লোকদের আফগানিস্তান থেকে সরিয়েও নিচ্ছে পশ্চিমা দেশগুলো। কিন্তু কাবুলে দূতাবাস চালু রেখেছে চীন, রাশিয়া ও পাকিস্তান।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে চীন আগ্রহী। তালেবান বারবার বলেছে তারা চীনের সঙ্গে সুসম্পর্ক চায়। আফগানিস্তানের পুনর্গঠন এবং উন্নয়নে তারা চীনের অংশগ্রহণ চায়। আমরা তাদের ইচ্ছা ও পছন্দকে স্বাগত জানাই।

রুশ সরকার বলছে, তারা তালেবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু তাদের এখনই আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে স্বীকৃতি দিবে না। 

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। তাদের স্বাগত জানায় পাকিস্তান। 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক ব্যর্থতার ফলে সেদেশে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগকে ব্যবহার করতে হবে। 

এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, আফগানিস্তানের স্থিতিশীলতার রক্ষায় পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করবে তুরস্ক।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত