তাইওয়ানকে ঘিরে রেখেছে চীনের ১১ যুদ্ধজাহাজ, ৫৯বিমান
প্রকাশিত: ১৩:০৪, ১০ এপ্রিল ২০২৩

ছবি-সংগৃহীত
তাইওয়ান ঘিরে তৃতীয় দিনের মতো সামরিক মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজ সোমবার তারা দ্বীপ ঘিরে চীনের ১১টি যুদ্ধজাহাজ ও ৫৯টি যুদ্ধবিমান শনাক্ত করেছে। খবর এনডিটিভির।
এদিকে দুই দেশের চরম উত্তেজনার মধ্যে মধ্যে চীনকে সংযত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের গত সপ্তাহে নিউইয়র্ক সফর ও হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের জেরে বেজায় চটেছে চীন। এরপরেই তাইওয়ান প্রণালী ঘিরে নিজের শক্তি প্রদর্শন করছে চীন।
তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান ঘিরে তাদের সামরিক অনুশীলন অব্যাহত রেখেছে। স্থানীয় সময় সোমবার সকাল ১০ টা পর্যন্ত ১১টি চীনা জাহাজ ও ৫৯টি ফাইটার জেট শনাক্ত করা হয়েছে।
এর আগে, গত শনিবার চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কম্যান্ড এক বিবৃতিতে জানায়, যুদ্ধ প্রস্তুতিমূলক মহড়া আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ‘ইউনাইটেড শার্প সোর্ড’ নামে পরিচিত এ মহড়া দ্বীপের উত্তর ও দক্ষিণে তাইওয়ান প্রণালীতে এবং এর পূর্বে সমুদ্র এবং আকাশপথে অনুশীলন চলছে।
মহড়া নিয়ে পিএলএ আরও বলেন, এটি তাইওয়ানের স্বাধীনতার বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং বহিরাগত শক্তির যোগসাজশ ও উস্কানির জন্য গুরুতর সতর্কতা এবং জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
এই নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বৈঠক নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোর জন্য চীনকে অনুরোধ করেছেন। দেশটি এ নিয়ে চীনকে সংযম এবং স্থিতাবস্থার কোনো পরিবর্তন না করার আহ্বান জানিয়েছেন।
গত বুধবার ক্যালিফোর্নিয়ায় সাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। তাদের বৈঠকের আগেই কড়া বার্তায় হুমকি দেয় চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্বীপের নিরাপত্তা রক্ষার্থে তারা যথাযথভাবে জবাব দেবে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, চীন সাইয়ের মার্কিন সফরকে তাদের সামরিক মহড়ার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে।
তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন এখনও দ্বীপটিকে তাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে।
বঙ্গবাণীডটকম/এমএস
- এবার রাশিয়ায় ইউক্রেনের হামলা
- মাদ্রাসায় পড়াতে হবে হিন্দু ধর্মগ্রন্থ!
- ভারতের মিগ ২৯-কে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ
- করোনায় মৃত্যু প্রায় ৪৪ লাখ
- প্রায় ১৬ কোটি টকায় বিক্রি হল একটি কবুতর
- আসছে মহা বিপদ, ডুবে যাবে লন্ডন-ফ্লোরিডা-কায়রোসহ অনেক শহর!
- ভিক্ষায় পাওয়া লটারি, জিতলেন ৫০ লাখ টাকা
- সৌদির প্রখ্যাত আলেম শেখ আবদুল্লাহ গ্রেফতার
- মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জরুরি বৈঠক
- ফের আইসোলেশনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
- বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৯ লাখে পেড়িয়ে
- অবৈধ স্বর্ণের খনিধসে নিহত ৫০
- লেবাননে আবারো শক্তিশালী বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
- চুল কাটতে গিয়ে পুড়ল কপাল, মামলা খেলেন নাপিত
- আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি আরব