ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৯, ৯ জুন ২০২২

চীনে প্রবল বর্ষণে ১০ জনের মৃত্যু

ছবি-সংগৃহীত

চীনে প্রবল বর্ষণে ১০ জন মারা গেছেন। দেশটির হুনান প্রদেশে এই বর্ষণে কয়েকশ’ লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ঐ প্রতিবেদনে বলা হয়, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারি বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দুই হাজার ৭শ’রও বেশি বাড়িঘর ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাইজান জানান, বুধবার পর্যন্ত ১০ জন মারা গেছেন, তিনজন নিখোঁজ রয়েছেন।

হুনানের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভারি বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সিনহুয়া জানিয়েছে, হুনান প্রদেশের সর্বত্র বৃষ্টিপাতের প্রভাব পড়েছে। কিছু আবহাওয়া স্টেশন বৃষ্টিপাতের ঐতিহাসিক স্তরের খবর জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর চীনে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এ সময় এতে তিনশ’রও বেশি লোক মারা যান।

বিশেষজ্ঞরা বলছেন, মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে দেখা দিচ্ছে এ ধরনের দুর্যোগ।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত