ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২৩ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

কোভিড হাসপাতালে আগুন, ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১০:৪৯, ২৭ নভেম্বর ২০২০

কোভিড হাসপাতালে আগুন, ৬ জনের মৃত্যু

রাজকোটে কোভিড হাসপাতালে আগুন

কোভিড হাসপাতালের আইসিইউ থেকে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে আরও কয়েক জন আহত হয়েছেন। বাকি রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। শুক্রবার ভোররাতে ভারতের গুজরাতের রাজকোটের শিবানন্দ হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

সূত্রের খবর, রাজকোটের শিবানন্দ শিবানন্দ জেনারেল অ্যান্ড মাল্টি-স্পেশ্যালিটি ট্রাস্ট হাসপাতালের ইনটটেনসিভ কেয়ার ইউনিট (ICU) থেকে অগ্নিকাণ্ড (Fire breaks out)-র সূত্রপাত। এই হাসপাতালটি রাজকোটের সর্দার নগরে অবস্থিত। আইসিইউ থেকেই আশপাশের কয়েকটি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। রাজকোট শহরের এই হাসপাতালটিকে কোভিড রোগীদের চিকিত্‍‌সার জন্য নির্দিষ্ট করা হয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন কোভিড রোগী ছিলেন। সবমিলিয়ে ৩৩ করোনা রোগীর চিকিত্‍‌‍সা চলছিল। আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। দমকল বাহিনীর এক কর্মকর্তা জানান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে।

রাজকোটের আগুন প্রতিরোধ দফতরের তরফে জানানো হয়েছে, শিবানন্দ হাসপাতালের (Covid hospital Fire) আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণে সেখানে রোগী রাখার অবস্থা নেই। অন্য কয়েকটি ওয়ার্ডও ক্ষতিগ্রস্ত। তাই শিবানন্দ হাসপাতাল ( Shivanand Hospital)-এর কোভিড রোগীদের অন্যত্র সরানো হচ্ছে।

করোনা সংকটের মধ্যেই বিগত কয়েক মাসে বেশ কয়েকটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই আইসিইউ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, ভেন্টিলেটর মেশিনে শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনা ঘটেছে।

৬ অগস্ট ভোররাতে এই গুজরাতেরই কোভিড হাসপাতালে আগুনে ৮ জন মারা যান। দুর্ঘটনাটি ঘটেছিল অহমদাবাদের নবরঙপুর এলাকায় একটি বেসরকারি কোভিড হাসপাতালে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৪০ জন কোভিড রোগী সেখানে ভর্তি ছিলেন। মৃতরা প্রত্যেকেই ছিলেন আইসিইউ ওয়ার্ডে। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা। 

বঙ্গবাণী/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত