ঢাকা, ১২ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৭ ১৪৩২
ঢাকা, ১২ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৪০, ১৭ জুন ২০২৫

ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলা

ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা। ছবি: সংগৃহীত

গতরাতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোয়েন্দা শাখার স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। দেশটির তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি দাবি করেছে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্রকে লক্ষ্য করে আঘাত করেছে।

এর আগে, ইসরাইলি প্রতিবেদনে বলা হয়েছিল যে, মধ্য উপকূলীয় শহর হেরজেলিয়াতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে একটি সংবেদনশীল স্থানে — যা প্রায়শই কোনো সামরিক বা কৌশলগত লক্ষ্যবস্তুকে নির্দেশ করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আপাতত হেরজেলিয়াতে গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি কর্তৃপক্ষ। যার কারণে ইসরাইলের ঠিক কোন গোয়েন্দা সংস্থা ইরানি হামলার লক্ষ্যবস্তু ছিল বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

তবে অসমর্থিত সূত্রের তথ্য অনুযায়ী, ইসরাইলের ইন্টেলিজেন্স কমপ্লেক্সের আশপাশে আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেখানে মোসাদের কুখ্যাত ৮২০০ ইউনিট, বাহাদ ১৫ ইন্টেলিজেন্স স্কুল বেশ কয়েকটি সামরিক কলেজ অবস্থিত।

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত