ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

আইএস নেতাকে ধরিয়ে দিলে ৮৬ কোটি  টাকা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২২

আইএস নেতাকে ধরিয়ে দিলে ৮৬ কোটি  টাকা পুরস্কার

ছবি-সংগৃহীত

ইরাক-সিরিয়া ভিত্তিক ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীর আফগান শাখার নেতা সানাউল্লাহ গাফারির অবস্থান সম্পর্কে তথ্য বা তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার (৮৬ কোটি ৩৭ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর এই ঘোষণা দেয়।

আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের সময় রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড গোলযোগের মধ্যে মার্কিন সেনাদের ওপর বোমা হামলা হয়। ওই হামলার জন্য সানাউল্লাহ গাফারি ব্যক্তিগতভাবে দায় স্বীকার করেন। আগস্ট মাসের ওই হামলায় ১৭০ জন আফগান বেসামরিক নাগরিক ও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

২০২০ সালের জুন মাসে আফগানিস্তানের খোরাসান প্রদেশের দায়েশের প্রধান হিসেবে নিযুক্ত হন গাফারি। আফগানিস্তানের সমস্ত সন্ত্রাসবাদী হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়। এছাড়া, দায়েশের জন্য তহবিল সংগ্রহের যে তৎপরতা রয়েছে তার সঙ্গে গাফারির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আফগানিস্তানে তৎপর দায়েশের এই নেতাকে তাকে ধরিয়ে দেয়ার জন্য মার্কিন সরকারের বিপুল অঙ্কের অর্থ পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও অভিযোগ রয়েছে যে, আফগানিস্তানে দায়েশ প্রতিষ্ঠায় আমেরিকার হাতে রয়েছে। বহুবার খবর বেরিয়েছে যে, সিরিয়া ও ইরাক থেকে দায়েশের বহু সন্ত্রাসীকে হেলিকপ্টারে করে আফগানিস্তানে নিয়েছে মার্কিন সেনারা।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত