ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৩ ১৪৩১
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪       
banner

আহত ২৩০০ এর অধিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে

আন্তর্জাতিক ডেস্ক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে

ছবি-সংগৃহীত

তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে এবং এতে প্রায় ৫০০ ব্যক্তি নিহত ও ২৩০০ জন আহত হয়েছেন। এছাড়া, ভেঙে পড়েছে শত শত ভবন। এসব ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বহু মানুষ। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় গতরাত ৪টা ১৭ মিনিটে ভয়াবহ এই ভূমিকম্প আঘাত হানে। মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের মূলকেন্দ্র। ভূমিকম্প আঘাত হানার ১৫ মিনিট পর ৬.৭ মাত্রার আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্প আঘাত হানার পরপরই তুরস্কের এএফএডি ইমার্জেন্সি সার্ভিস সেন্টার এর মাত্রা ৭.৪ বলে জানিয়েছিল। পরে আমেরিকার ভূতত্ত্ব জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৭.৮ বলে জানায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে তুরস্কে মারা গেছেন ২৮৪ জন এবং আহত হয়েছেন ২৩০০’র বেশি। অন্যদিকে, সিরিয়ার হামা, আলেপ্পো ও লাতাকিয়ায় ২৩০ জনের বেশি নিহত এবং ৬০০'র বেশি আহত হয়।তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ভূমিকম্পের মূল কেন্দ্র হলেও রাজধানী আঙ্কারাসহ তুরস্কের বহু অঞ্চলে অনুভূত হয়। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘ সময় ধরে কম্পন অনুভূত হয়েছে।

তুরস্কে সবচেয়ে বেশি প্রাণহানী হয়েছে মালাতিয়া প্রদেশে। এছাড়া দিয়ারবাকির এবং ওসমানিয়ে প্রদেশেও বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তুরস্কে একটি শপিংমল ধসে পড়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, দেশটিতে এখন পর্যন্ত ২৩০’র বেশি মানুষ নিহত হয়েছেন। সেখানেও বহু ভবন ধ্বসে পড়েছে। মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়া বাড়িগুলোর নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে।

তুরস্ক পৃথিবীর অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটিতে অবস্থিত। এর আগে ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।
সূত্র-পার্সটুডে।

বঙ্গবাণীডটকম/এমএস

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত