ঢাকা, ০৮ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৩ ১৪৩২
ঢাকা, ০৮ জুলাই, ২০২৫       
Shruhid Tea

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৭ প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:৪৫, ১৫ জুন ২০২৫

মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ৭ প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি

ছবি- বঙ্গবাণী

ঈদের টানা ছুটিতে প্রতিবারের মতো এবারেও সচল ছিলো ফরিদপুরের পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জরুরি সেবা। এই সময়ে ফরিদপুর জেলা সদরে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাভাবিকভাবে ডেলিভারি হয়েছে ৭ নবজাতক শিশুর। 

আর গর্ভকালীন সেবা প্রদান করা হয়েছে ১৩ জন প্রসূতি মায়ের। বিনামূল্যে আলট্রাসনো সেবা নিয়েছেন ১০ জন। এছাড়াও এসময়ে বিভিন্ন জরুরি সেবা প্রদান করা হয়েছে আরো অনেককে।

গর্ভবতী মায়েদের জরুরি চিকিৎসার কথা বিবেচনা করে ঈদের সরকারি  ছুটিতে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে আউটডোরের সেবা বন্ধ থাকলেও চালু ছিলো জরুরি সেবা। ফরিদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি মায়েদের জরুরি সেবা দিতে ঈদের ছুটিতেও কাজ করে গেছেন ডাক্তার, সনোলজিস্ট, নার্স ও দাই সহ অন্যরা। 

এদের মধ্যে ফরিদপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. আরিফুন নাহার আশা, মেডিক্যাল অফিসার (এনেস্থিসিয়া) ডা. গোবিন্দ কুমার সাহা, ডা. ফাতেমা আকবর (সনোলজিস্ট) সহ পরিবার কল্যাণ পরিদর্শিকা তমালিকা গোস্বামী, দাই নার্স লিপিকা রানী রায় ও সহকারী নার্সিং অ্যাসিস্ট্যাস্ট পবিত্রা পান্ডে জরুরি ভিত্তিতে ছুটিকালীন সময়ে তাদের ও জরুরি সেবা প্রদান করেন।  

এসময়ে ফরিদপুর মা শিশু কল্যাণ কেন্দ্রে ৭টি নরমাল ডেলিভারি ও ১৩ জন প্রসূতি মায়ের গর্ভকালীন সেবা সহ প্রসবোত্তর সেবা দেওয়া হয়েছে ৫ জনকে, বিনামূল্যে আলট্রাসনো সেবা দেওয়া হয়েছে ১০ জনকে, কিশোর-কিশোরী সেবা দেওয়া হয়েছে ৫ জনকে এবং খাবার বড়ি আপন সেবা নিয়েছেন ৫ জন।

ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোঃ কামরুল হাসান জানান, ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ ও সহকারি পরিচালক (সিসি) ডা. আবদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সপ্তাহের সাতদিনেই ২৪ ঘন্টার এ জরুরি সেবা এই ঈদের ছুটিতেও চলমান ছিলো।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত