ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ | শ্রাবণ ১ ১৪৩২
ঢাকা, ১৬ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৫৩, ১ জুন ২০২৫

ফরিদপুরে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ

ছবি- বঙ্গবাণী

ফরিদপুরে ২ নম্বর ইট দিয়ে রাস্তা সংস্কারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুর কাচারিটেক সংলগ্ন বেরিবাধ বাজার ব্রিজ থেকে চরমাধবদিয়া ইউনিয়নের বালুধুম গোরস্থান পর্যন্ত সড়কের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের অভিযোগ করছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা লিয়াকত শেখ বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি খাদা খন্দ অবস্থায়। এখন সংস্কার কাজ শুরু হলেও যে নিম্নমানের বা ২ নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে তা খুবই দুঃখজনক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের কারনেই আমাদের সড়কগুলো সংস্কারের কিছুদিনের মধ্যেই ক্ষতিগ্রস্থ হয়ে পরে।

বাকা শেখ নামের আরেকজন বলেন, রাস্তায় যে ইট ব্যাবহার করা হচ্ছে তার মধ্যে কিছু ইট ২ নম্বরের মধ্যেও ২ নম্বর। 

স্থানীয় আরেক বাসিন্দা মোঃ জহুরুল ইসলাম শেখ বলেন, এই রাস্তায় ব্যবহৃত ইটের মান ৩ নম্বরও বলা যায়, এতে রাস্তার মান ভালো হবে না। কিছুদিন পরেই আগের মতই রাস্তা নষ্ট হয়ে যাবে। স্থানীয় আরেক বাসিন্দা ইদ্রিস বেপারীও একই কথা বলেন।

সড়কের সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের বিষয়ে আক্ষেপ করে মমিন খার হাট সংলগ্ন হাজী আবুল হোসেন কলেজের অধ্যক্ষ ফয়সাল ইবনে মোস্তফা বলেন, বিষয়টি খুবই কষ্টের, কয়েক বছর ধরে সড়কটি খাদ খন্দ হয়ে আছে, এখন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের ফলে সড়কটি টেকসই হবে না। এতে চলতি বর্ষা মৌসুমেই সড়কটি আবার ক্ষতিগ্রস্থ হবে। ফলে এই গুরুত্বপূর্ণ সড়কে চলাচলকারীদের ভোগান্তি শেষ হবে না।


দুই কিমি ৫শত মিটারের এই সড়ক সংস্কারের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান আয়ান কনস্ট্রাকশন। সড়ক সংস্কার কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যাবহারের অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির কর্ণধর রুবেল খান বলেন, স্থানীয়রা যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। আমরা ১ নম্বর ইট দিয়ে কাজ করছি। আমরা নিয়ম অনুযায়ী কাজ করছি।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী বলেন, সড়কের সংস্কার কাজে  নিম্নমানের বা মানহীন নির্মাণ সামগ্রী ব্যাবহারের কোনো সুযোগ নেই। আমি যত দ্রুত সমম্ভ বিষয়টি দেখবো। শতভাগ মাসম্পন্ন অথ্যাৎ ১ নস্বর নির্মাণ সামগ্রী ব্যাবহার করে কাজটি সম্পন্ন করা হবে আমি তার নিশ্চয়তা দিচ্ছি। তবে এই সড়কের সংস্কার কাজে বাজেট কত টাকা তা তিনি তৎখনাত জানাতে পারেননি। 

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত