ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৪ | ভাদ্র ২৭ ১৪৩১
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৪       
Shruhid Tea

বগুড়াতে মাত্র ৪৯৯-৫৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ

লাইফস্টাইল প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২২, ৩১ মার্চ ২০২৪

বগুড়াতে মাত্র ৪৯৯-৫৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ

ফাইল ছবি

হোম ডেলিভারির বিশ্বস্থ প্রতিষ্ঠান সুহৃদ ঈদ উপলক্ষে নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। ফরমায়েশ দিলে ঘরে বসেই এসব পোশাক পাওয়া যাবে। সুহৃদ নন্দিত ব্র্যান্ড ব্যাং এবং মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি সমগ্র উত্তরবঙ্গে পাইকারী, খুচরা এবং অনলাইন এ বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান!   

এছাড়াও সুহৃদ কম মূল্যের, তারুণ্য নির্ভর, স্টাইলিস্ট, আরামদায়ক, পুরোটাই সুতি ফ্রেবিকস এবং মার্জিত, বাহারী ডিজানের নিজস্ব উৎপাদিত পাঞ্জাবিও এনেছে। নানা রঙের মানসম্মত, আরামদায়ক এইসব পাঞ্জাবিগুলো পেতে হলে আপনাকে আসতে হবে রানার প্লাজা, ৩য় তলা, দোকান নং : ৫২, নবাববাড়ি রোড, বগুড়া। 

মাত্র ৬০০ টাকায় আপনার পছন্দের পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ! দেখতে পাবেন সুহৃদ’র নিজস্ব পেজ এ এবং অর্ডার করা যাবে অনলাইনেও। 

যে কোন তথ্যের জন্য আমাদের পেজে ইনবক্স করুন অথবা বিস্তারিত জানতে হট লাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪।
follow us on facebook. www.facebook.com/shuhrid.bd

বঙ্গবাণীডটকম/এমএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত