ঢাকা, ১১ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৬ ১৪৩২
ঢাকা, ১১ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ফ্যাশন লাইফ স্ট্যাইল আর্ট’র গ্রীষ্ম পোশাকে ৫০% ছাড়!

লাইফস্টাইল প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:১০, ১০ জুন ২০২৩

ফ্যাশন লাইফ স্ট্যাইল আর্ট’র গ্রীষ্ম পোশাকে ৫০% ছাড়!

ফাইল ছবি

ফ্যাশন লাইফ স্ট্যাইল আর্ট গ্রীষ্ম ঋতুতে ফ্যাশন সচেতনদের জন্য সকল এক্সক্লুসিভ ডিজাইনের পোশাকে দিয়েছে ফ্লাট ৫০% ছাড়। ৫০% ছাড়ে পাওয়া যাবে নান্দনিক সব ইমপোর্টেড পোশাকগুলোতেও। তবে একসেসরিজগুলো এই ছাড়ে আওতায় নেই। সীমিত স্টকের এই ছাড় চলবে স্টক থাকা পর্যন্ত।

আর্ট’র পোশাকের কাপড়ে রয়েছে আভিজাত্য ও স্বাতন্ত্র্যতা। সারা বাংলাদেশের সব ব্র্যান্ড শপিংমলে আর্ট’র মোট ২১টি শো রুম আছে। ঢাকার যমুনা ফিউচার থেকে চট্টগ্রামের সানমার কিংবা নিউ মার্কেট। কক্সবাজার থেকে ফেনী, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালেও আর্ট’র শো রুম আছে।

আর এসব শো রুমে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে পাঞ্জাবি, হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট, টি শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ডেনিম প্যান্ট, লুংগি মেয়েদের কামিজসহ বিভিন পোশাক ও এক্সেসরিজ। এই আবহাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।

http://Facebook : www.facebook.com/artbd

যোগাযোগ : মোহাম্মদপুর, জাপান গার্ডেন সিটির বিপরীতে। 
বিস্তারিত জানতে হট লাইন : ০১৭৯২ ০০০০০০

বঙ্গবাণীডটকম/এমএস

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত