ঢাকা, ০৫ মে, ২০২৪ | বৈশাখ ২১ ১৪৩১
ঢাকা, ০৫ মে, ২০২৪       
banner

‘বিচার যে নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়েছে জনমনে তা প্রদর্শন করতে হবে’

সালেহ উদ্দিন বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৯, ২১ আগস্ট ২০২১

‘বিচার যে নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়েছে জনমনে তা প্রদর্শন করতে হবে’

সালেহ উদ্দিন

২১ শে আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতিতে একটি বিভক্তি রেখা টেনে দিয়েছে । সহসা এর অবসান হবে না । আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে গভীর তিক্ততা, অবিশ্বাস, অনাস্থা - তার অন্যতম প্রধান কারণ ঐ গ্রেনেড হামলা। বিএনপির আমলে এ ঘটনা সংগঠিত হয়েছিল। কিন্তু বিএনপি এর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করেনি। বরং ‘জজ মিয়া’ নাটক আবিষ্কার করে  তদন্তকে হাস্যকর পর্যায়ে নিয়ে গিয়েছিলো। 

পুলিশে ও বিচার বিভাগে সে সময় আস্থাবান, নিরপেক্ষ এবং দক্ষ অনেক ব্যক্তি ছিলেন। তাদের সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত কমিশন করতে পারতো কিন্তু বিএনপি তা করেনি। বিএনপির এই ব্যর্থতা তাদের প্রতি মানুষের সন্দেহ তৈরী করেছে। 

পরবর্তীতে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার এ ঘটনার তদন্ত করে আদালতে একটি চার্জশিট দাখিল করে। ওই তদন্তে হুজিসহ জঙ্গী সংগঠনকে একুশে আগস্টের গ্রেনেড হামলার জন্য দায়ী করা হয়। চার্জশিটে বিএনপির একজন নেতার নামও আসে। পুলিশ ও আদালতের তথ্য থেকে জানা যায়, বিভিন্ন সময়ে আরো চার বার হুজি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেস্টা করে। 

সেনা সমর্থিত সরকারের এই তদন্ত আওয়ামীলীগ গ্রহণ করেনি। ২০০৯ সালে ক্ষমতায় এসে আদালতের অনুমতি নিয়ে তারা অধিকতর তদন্ত শুরু করে। কিন্তু আওয়ামীলীগও এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত করেনি। তারা বিএনপির পথেই হাটে। নানা কারণে দেশের মানুষের মধ্যে এই ধারণা সৃস্টি হয়েছে রাজনৈতিক কোনো ঘটনার তদন্ত আওয়ামীলীগ বা বিএনপির শাসনামলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্ভব নয়। এই ভাবনা যে একেবারে অমূলক তাও নয়। নানা ঘটনায় পরস্পর পরস্পরের প্রতি তাদের যে অবিশ্বাস এবং প্রতিহিংসা তা আমরা দেখেছি ।

এ রকম এক পরিস্থিতিতে আওয়ামীলীগ সরকারও আস্থাবান, নিরপেক্ষ এবং দক্ষ ব্যক্তিকে দায়িত্ব না দিয়ে একজন বিতর্কিত ব্যক্তিকে অধিকতর তদন্তের দায়িত্ব দিয়েছিলো। বিএনপি আমলের মতোই ওই তদন্তের কোনো স্বচ্ছতা ছিলো না। কতক ব্যক্তিকে মামলায় ঢুকিয়ে দেয়ায় ছিলো যেন তদন্তের মূল লক্ষ্য। ন্যায় বিচারের একটি দর্শন হলো — শুধু বিচার করলেই চলবে না , বিচার যে নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়েছে জনমনে তা প্রদর্শন করতে হবে। কিন্তু বিএনপি এবং আওয়ামীলীগ কেউই তা  করেনি ।

লেখক: সম্পাদক, আইন আদালত সংবিধান ও নির্বাচন কমিশন অ্যাফেয়ার্স, দৈনিক ইত্তেফাক

বঙ্গবাণীডটকম/এমএস