ঢাকা, ০৪ জুলাই, ২০২৫ | আষাঢ় ১৯ ১৪৩২
ঢাকা, ০৪ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে চাষিদের মাঝে পেঁয়াজের কন্দ বিতরণ

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:১৮, ৩ জুলাই ২০২৫

ফরিদপুরে চাষিদের মাঝে পেঁয়াজের কন্দ বিতরণ

ছবি-সংগৃহীত

ফরিদপুরে চাষিদের মধ্যে দানা পেঁয়াজের কন্দ বিতরণ করা হয়েছে। শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদন সহায়তার জন্য ফরিদপুরের ৯টি উপজেলার ৭ শত জন চাষিকে এই পেঁয়াজের কন্দের সঙ্গে সার, কীটনাষক ও একটি করে প্লাষ্টিকের ড্রাম দেওয়া হয়। প্রতিটি উপজেলা কৃষি অফিসে বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপি এই কার্ক্রম অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ব্লকের চাষি মোঃ সাহাজদ্দীন শেখ বলেন, পেঁয়াজের গুটি (কন্দ), সার, বিষ ও বীজ রাখার জন্য ড্রাম পেঁয়েছি। এতে ১০ থেকে ১২ কাঠা জমিতে দানা লাগাতে পারবো। কৃষি বিভাগকে ধন্যবাদ।

ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন বলেন, ফরিদপুর সদর উপজেলায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার ও (আজ) বৃহস্পতিবার সদর উপজেলায় ১৬০ জন চাষিদের মধ্যে পেঁয়াজ বীজ উৎপাদন সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে প্রতি জন চাষিকে ১৬০ কেজি লালতীর জাতের পেঁয়াজের কন্দ, ২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার ১ কেজি বালাইনাশক ও একটি বীজ সংরক্ষণ পাত্র।

তিনি আরো বলেন, দেশের পেঁয়াজ বীজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কৃষকদের মাঝে পেঁয়াজের কন্দ(বীজ পেঁয়াজ) বিতরণের সিদ্ধান্ত নিয়েছে যাতে কৃষক পর্যায়ে গুনগতমানের পেঁয়াজ বীজ উৎপাদন সম্ভব হয়। ফরিদপুর সদর উপজেলার পেঁয়াজ বীজের গুনোগত মান অনেক ভালো। ফরিদপুর সদর উপজেলায় উৎপাদিত পেঁয়াজের বীজ দিয়ে বাংলাদেশে প্রায় ২০ থেকে ২৫ টি জেলার পেঁয়াজ চাষ হয়ে থাকে। এই পেঁয়াজ চাষ কার্যক্রমকে আরো বেগবান করতে মানসম্মত পেঁয়াজ বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এই কর্যক্রমের ফলে ফরিদপুর সদর উপজেলার পেঁয়াজ বীজের উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।  

এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর এর উপ পরিচালক মোঃ শাহাদুজ্জামান, ফরিদপুরে আমরা ৭ শত চাষিদের মাঝে শীত কালীন পেঁয়াজ বীজ উৎপাদন সহায়তা উপকরণ বিতরণ করেছি। চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই পেঁয়াজ বীজ উৎপাদন সহায়তা উপকরণ বিতরণ করা হয়।

কিন্তু এখনতো পেঁয়াজ বীজ উৎপাদন মৌসুম নয়, তাহলে এখন কেনো বিতরণ করলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এই বাজেট ২০২৪-২০২৫ অর্থবছরের, তাই এগুলো আমাদের এখনি বিতরণ করতে হয়েছে। তবে আমরা যে চাষিদের এগুলো দিয়েছি তাদের তা (কন্দ) সংরক্ষনের সুব্যবস্থা আছে। এছাড়া আমরা তাদের মনিটরিংয়ে রাখবো। 

তিনি আরো বলেন, এবারই প্রথম চাষিদের মাঝে শীত কালীন পেঁয়াজ বীজ উৎপাদন সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। ফরিদপুর পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য বিখ্যাত। আমরা এখানকার চাষিদের আরো বেশি স্বাবলম্বী করার লক্ষে এই পদক্ষেপ নিয়েছি।#

কৃষি বিভাগের সর্বাধিক পঠিত