ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪ | আশ্বিন ২৯ ১৪৩১
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪       
Shruhid Tea

শাহরিয়ার কবির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

শাহরিয়ার কবির গ্রেফতার

শাহরিয়ার কবির। ছবি-সংগৃহীত

অবশেষে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মহাখালীর বাসা থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

শাহরিয়ার কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন।

তিনি বলেন, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ‘নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে’র অভিযোগ করা হয়েছে।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচির ঘটনায় যে অভিযোগ করা হয়েছে তাতে তার নাম আছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের নাম রয়েছে ঐ অভিযোগে।

এছাড়া, শাহরিয়ার কবির গত ৫ আগস্ট যাত্রাবাড়ীর কুতুবখালীতে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি।

বঙ্গবাণীডটকম/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত