ঢাকা, ০৭ জুলাই, ২০২৫ | আষাঢ় ২৩ ১৪৩২
ঢাকা, ০৭ জুলাই, ২০২৫       
Shruhid Tea

যে টাকা দেয় সে আপনাকে কিনে নিলো: নায়াব ইউসুফ

মেহেদী সোহেল বঙ্গবাণী

প্রকাশিত: ১৩:০৫, ৭ জুলাই ২০২৫

যে টাকা দেয় সে আপনাকে কিনে নিলো: নায়াব ইউসুফ

জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ

টাকা নিয়ে ভোট কেনাবেচার বিষয়ে ভোটারদের সতর্ করে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর কন্যা ও ফরিদপুর ৩ আসনের সম্ভব্য ধানের শীষের কান্ডারী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, যে আপনাকে টাকা দেয় সে আপনাকে কিনে নিলো, পরবর্তীতে আপনি তার কাছে আর কোন দাম পাবেন না, এমনকি কোন কাজ নিয়ে গেলেও সে সে বিষয়ে কোন গুরুত্ব দিবে না।

বুধবার রাতে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাটে এক পথ সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জন সাধারণের মাঝে তিনি একথা বলেন ।

নায়াব ইউসুফ বলেন, নির্বাচনের সময় অনেক মানুষ টাকা নেয়, টাকা কয়দিন থাকে? এক মাস, দুই মাস, তিন মাস, চার মাস, এরপর তো টাকা শেষ হয়ে যায়। আপনি যার কাছে টাকার বিনিময়ে ভোট বিক্রি করলেন, আপনার প্রয়োজনে তাকে আর পাবেন না। আমি আপনাদের জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে আসি নাই, কিন্তু ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচিত হয়ে সাংসদ সদস্য হতে পারলে আমি এলাকার উন্নয়ন করব, রাস্তাঘাট করব, স্কুল করব, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যেনো আপনারা দুবেলা ঠিক মতো খেতে পারেন।

তিনি বলেন, আপনারা আমাকে চেনেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে হিসাবে। আমারা বিএনপি করি ১৯৮৯ সাল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। আমার বাবা যখন এমপি মন্ত্রী ছিলেন তখন ফরিদপুরের সব মানুষ নিরাপদে ছিলেন, কোন আওয়ামী লীগের লোকও তার দ্বারা কখনো কষ্ট পায়নি। তিনি কখনো অন্যায় করেননি এবং অন্যায়কে প্রশ্রয় দেননি।

নায়াব ইউসুফ বলেন, আমি নির্বাচিত হলে আপনাদের যে কোন সমস্যায় আপনাদের পাশে থাকতে বাধ্য, কারণ আমি তো আপনাদের ভোট কিনে নেইনি, আমি আপনাদের কাছে  দায়বদ্ধ। আপনাদের জন্য ময়েজ মঞ্জিলের দরজা সব সময় খোলা। সেখানে গিয়ে কেউ নিরাশ হয়েছেন এমন কোন নজির নেই। 

তিনি বলেন, আমার পরিবার গত ১০০ বছর যাবত এ অঞ্চলের মানুষের সেবা করে আসছেন, আমার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ মৃত্যু বরণের আগ পর্যন্ত মানুষের সেবা করে গেছেন, সদকায়ে জারিয়া করে গেছেন, আমিও যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকতে চাই। আমাদের কাজ একটাই, মানুষের পাশে থাকা, মানুষের মুখে হাসি ফোটানো, এই কাজটা আমি করে যাব।

চরমাধবদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরমাধবদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকরফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন মেম্বার, মমিন খারহাট কমিটির সভাপতি রেজাউল বেপারী, হাট কমিটির সহ-সভাপতি মোশারফ হোসেন মিয়া, হাট কমিটির সাধারণ সম্পাদক মির্জা আলী প্রিন্স ও বশির মিয়াসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত