ঢাকা, ২০ জুলাই, ২০২৫ | শ্রাবণ ৫ ১৪৩২
ঢাকা, ২০ জুলাই, ২০২৫       
Shruhid Tea

জুলাই শহিদদের স্মরণে ফরিদপুরে ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:০০, ১৯ জুলাই ২০২৫

জুলাই শহিদদের স্মরণে ফরিদপুরে ছাত্রদলের দোয়ার অনুষ্ঠান

ছবি-সংগৃহীত

ফরিদপুরে চব্বিশের জুলাই-আগষ্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহিদের স্মরণে দেয়ার আয়োজন করেছে ছাত্রদল। শনিবার (১৯ জুলাই) বাদ যোহর সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাস জামে মসজিদে জুলাই-আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চব্বিশের জুলাই-আগষ্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে সারাদেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর আক্রমনে ছাত্রদলসহ যে যেদ্ধারা শহিদ হয়েছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করা হয়। আর যে যোদ্ধারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তদের সুস্থতা কামনা করা হয়। 

এই দোয়া অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন কায়েস মাহমুদ, অনিক খান জিতু, জিয়া সালমান লিমন, আমানুল্লাহ আমান, যুগ্ন-সাধারন সম্পাদক ইশতিয়াক রশিদ, মহানগর ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক রাফাত জুবায়ের, জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সিজান, মুন্সি আনোয়ার পাশা, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্মরণ, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, বর্তমান সভাপতি পারভেজ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সহসভাপতি মামুনুর রহমান, সহসভাপতি রিয়াজুল ইসলাম মিদুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন সাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না মীর, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সহ কমিটি ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত