ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ | শ্রাবণ ৪ ১৪৩২
ঢাকা, ১৯ জুলাই, ২০২৫       
Shruhid Tea

ফরিদপুরে তাবরিজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:১৩, ১৮ জুলাই ২০২৫

ফরিদপুরে তাবরিজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবি-সংগৃহীত

ফরিদপুর মহানগর বিএনপি'র ‌সাবেক‌ সাধারণ সম্পাদক,‌ ফরিদপুর সদর উপজেলা পরিষদের ‌ সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির ‌আহমেদ তাবরিজের‌ উদ্যোগে‌ বিক্ষোভ মিছিল‌ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে প্রশাসনের নিলিপ্ততায়‌ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ‌‌ উক্ত বিক্ষোভ মিছিল ‌ অনুষ্ঠিত হয়‌।

এ সময় ‌আইনশৃঙ্খলা পরিস্থিতির‌ অবনতি এবং‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক ‌ তারেক রহমানের নামে‌ বিভিন্ন সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ ‌বক্তব্য দেয়ার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

এ সময় তিনি‌ দেশের‌ আইন-শৃঙ্খলা পরিস্থিতির‌ অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন‌। তাছাড়া ‌ বিভিন্ন মিডিয়া ‌ও সামাজিক মাধ্যমে‌ তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করায়‌ তার তীব্র সমালোচনা করেন। 

তিনি বলেন,‌ ভবিষ্যতে তারেক রহমানকে নিয়ে কোন নেতিবাচক মন্তব্য করা হলে‌ তা সহ্য করা হবে না। 

এছাড়া ‌অবিলম্বে ‌ আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের ‌জালমাল রক্ষায় ‌ অন্তর্বর্তীকালীন সরকারকে‌ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবার ‌আহ্বান জানান। এছাড়া যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচন দেবার জন্য ‌সরকারের নিকট দাবি জানানো হয়। ‌এর আগে শহরের‌ বিভিন্ন স্থান থেকে‌ একাধিক মিছিল বের করা হয়‌।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত