ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৩ ১৪৩১
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪       
banner

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র‌্যাবের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১০:০৪, ২০ সেপ্টেম্বর ২০২০

স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র‌্যাবের হাতে আটক

স্বাস্থ্য অধিদপ্তরের মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত সেই গাড়িচালক আব্দুল মালেক আটক হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া তিনটায় র‌্যাব-১ এর একটি দল তাকে আটক করে। স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

অধিদফতর সূত্রে জানা গেছে, চালক আ. মালেক দীর্ঘদিন ধরে অধিদফতরের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে আসছেন। বিশেষ করে অধিদফতরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ-বদলি বাণিজ্য তার প্রধান কাজ।

কোন কর্মকর্তা যদি আ. মালেকের সুপারিশ না শোনেন তাহলে তাকে ঢাকার বাইরে বদলি করাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটিয়েছেন একাধিকবার।

কর্মকর্তারা লোকলজ্জার ভয়ে এসব বিষয় কখনও প্রকাশ করেননি। নিজে অধিদফতরের একজন গাড়ির চালক হয়েও আ. মালেক একটি পাজেরো জিপ ব্যবহার করেন, এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ক্যান্টিন প্রিয় তিনি পরিচালনা করেন।

তার রয়েছে তেল চুরির সিন্ডিকেট, স্বাস্থ্য অধিদফতরের যত গাড়ির চালক তেল চুরি করে, তার একটি অংশ তাকে দিতে হয়। এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি পুরো অধিদফতর নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সিন্ডিকেট বাণিজ্য করে আ. মালেক ঢাকা শহরে একাধিক ছয়তলা বাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন।

বঙ্গবাণী/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত