ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ | আশ্বিন ২৮ ১৪৩২
ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫       
Shruhid Tea

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে ফরিদপুরে বিএনপির সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩০, ৭ আগস্ট ২০২৫

স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে ফরিদপুরে বিএনপির সমাবেশ

ছবি- বঙ্গবাণী

স্বৈরাচার পতন ও ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরিদপুরে সমাবেশ ও আনন্দ র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফরিদপুর মহানগর বিএনপি ও জেলা বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন। বিকেল ৫টার দিকে শহরের ব্রহ্মসমাজ সড়কের সামনে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ূম জঙ্গীর সভাপতিত্বে ও জেলা বিএনপি'র সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, নগর বিএনপি'র গোলাম মোস্তফা মিরাজ,  মহানগর মহিলা দলের আহ্বায়ক রোকসানা পারভিন পাপিয়া, জেলা মহিলা দলের সভাপতি নাজনীন চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক  তানজিদুল হাসান কায়েস, তাঁতি দলের সদস্য সচিব  শাহেদা বেগম, মৎস্যজীবী দলের সদস্য সচিব খাইরুল আলম চুন্নু, মহানগর ছাত্রদলের সভাপতি  মুনিব হাসান সোহাগ, জাসাস এর আহবায়ক  অ্যাডভোকেট  সৈয়দ  রাশেদুল আলম তুহিন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনাল প্রমুখ।

বক্তারা স্বৈরাচার শাসক শেখ হাসিনার আমলের নানা অপকর্ম নির্যাতন ও জেল জুলুমের বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় তারা সামনে একত্রিত হয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতৃত্বে ধানের শীষের জন্য কাজ করার জন্য সবাইকে আহ্বান জানান।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির  যুগ্ন আহ্বায়ক তানভীর চৌধুরী, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ,মহানগর কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আর রশিদ মামুন, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র ছাত্রী সংসদের সদস্য যুবনেতা জামাল আবু নাছের, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক ও সরকারি ইয়াসিন কলেজের জিএস কামরুল হাসান খান এমিন, কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল ইবনে মোস্তফা মিথুন সহ জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে শেষে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক ধরে প্রেসক্লাবের সামনে দিয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।#

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত