হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ
প্রকাশিত: ০৯:০৩, ১৬ আগস্ট ২০২৩

প্রতীকী ছবি
সাইবার হামলার আশঙ্কায় নিজস্ব সার্ভার বন্ধ করে রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার সার্ভার ও তথ্যভান্ডারে ইসির সাধারণ কর্মকর্তারা ঢুকতে পারেননি। শুধুমাত্র কারিগরি কমিটির সদস্যরা মনিটরিং করতে যেসব এক্সেস দরকার সেটি করতে পেরেছেন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসির মাঠপর্যায়ের একাধিক কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রের খসড়া তালিকার কার্যক্রমের সুবিধার্থে তারা ইসির সার্ভারে ঢোকার চেষ্টা করেছেন; কিন্তু তারা ঢুকতে পারেননি। পরে তারা জানতে পেরেছেন ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলা করার যে ঘোষণা হ্যাকাররা দিয়েছে, সেই হামলা থেকে নিরাপদ থাকার স্বার্থেই সেটি বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করেও নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীরের বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ অনুবিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার অফিস সময় শেষ হওয়ার পরই তথ্য ভান্ডারের সার্ভার বন্ধ রাখার জন্য মহাপরিচালক নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনার আলোকে সেটি বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়ার ওয়েবসাইটও ডাউন করে দেওয়া হয়েছে। সেখানে কেউ প্রবেশ করতে পারবেন না।
ইসি সূত্র জানায়, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার আক্রান্তের আশঙ্কা করে আসছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই আশঙ্কায় নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দিয়ে কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) গঠন করেছে। সক্রিয় করা হয়েছে সিকিউরিটি অপারেশন্স সেন্টার (সক) ও নেটওয়ার্ক অপারেশন্স সেন্টার (নক)। এছাড়াও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন।
বঙ্গবাণীডটকম/এমএস
- ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন অমিতাভ বোস
- সিলেট-৩ আসনে নৌকার জয়
- ডিসেম্বরের শেষ সপ্তাহে ইভিএমে পৌরসভা নির্বাচন: সিইসি
- নিক্সনের সমর্থনে নৌকার জয়
- দেশের ২০৮ জেলা-উপজেলা ও ইউপিতে ভোটগ্রহণ চলছে
- ৩১ পৌরসভায় ২৮ ফেব্রুয়ারি ভোট
- ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের উপ-নির্বাচন
- এনআইডি সেবা বন্ধ থাকবে ২৮ ঘণ্টা
- রাজনৈতিক সমঝোতা হলে সব ভোট ব্যালটে: সিইসি
- ‘সুষ্ঠু নির্বাচনের কথা বলা যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার নয়’
- ফরিদপুর-৩
আপিলে বাদ পড়লেন শামীম হক, বৈধ এ কে আজাদ - ইভিএমের পরিবর্তে সিসি ক্যামেরার পরামর্শ সাবেক ইসির
- এক মাসের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব
- হামলার আশঙ্কায় ইসির সার্ভার বন্ধ
- ‘নভেম্বরে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট’
ফরিদপুরে বিএনপি নেতাকর্মীর নামে এ কে আজাদের মামলার তদন্ত চলছে
কর্মস্থল থেকে উধাও
সাবেক ডিআইজিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা বরখাস্তই কমার্স, এফ কমার্স ব্যবসায়ীদের ভরসার নাম ‘আরবিট ক্রিয়েটিভ হাব’
ফরিদপুরে ইয়াবা সেবনরত অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার
ইসরায়েলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলা