ঢাকা, ০৪ মে, ২০২৪ | বৈশাখ ২০ ১৪৩১
ঢাকা, ০৪ মে, ২০২৪       
banner

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৯:০৫, ২৩ এপ্রিল ২০২৪

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা

ফাইল ছবি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। এ ধাপে ৫৫ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। 

ইসি সচিব বলেন, এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলায় ব্যালটে।

এর আগে, উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আর দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার ভোট গ্রহণ করা হবে ২১ মে। আর তৃতীয় ধাপের ১১২ টি উপজেলার নির্বাচন আগামী ২৯ মে হবে।

বঙ্গবাণীডটকম/এমএস  

নির্বাচন বিভাগের সর্বাধিক পঠিত