‘সাইবার নিরাপত্তা আইনে অনেক সাজা কমানো হয়েছে’
প্রকাশিত: ১৮:০৭, ১০ আগস্ট ২০২৩
ফাইল ছবি
সাইবার নিরাপত্তা আইনে এতে অনেক সাজা কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, এটা রহিতকরণ করে পরিমার্জন করা হয়েছে। আগে কিছু কিছু ধারায় শাস্তি বেশি ছিল, সেগুলো কমানো হয়েছে। আবার আগে একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ সাজার বিধান ছিল, সাইবার নিরাপত্তা আইনে সেই ধারা বাতিল করা হয়েছে।
তিনি আরো বলেন, আগের আইনে যেসব দফা জামিনযোগ্য ছিল না, সেগুলো জামিনযোগ্য করা হয়েছে। অর্থদণ্ডও কমানো হয়েছে।
আনিসুল হক বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য সিকিউরড সাইবার স্পেস প্রয়োজন। এক্ষেত্রে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগও করতে হবে। এজন্য আমরা সাইবার সিকিউরিটি আইন-২০২৩ প্রস্তাব করেছি।
তিনি বলেন, আইনটির অপরাধ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডও হবে।
আইনমন্ত্রী আরো বলেন, আমরা ডেটা সুরক্ষা আইনও করছি। এটা হবে দেওয়ানি মামলা। এতে অর্থদণ্ড থাকবে, কারাদণ্ড থাকবে না। অনলাইনে মতামত দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা সবার মতামত গুরুত্বের সঙ্গে দেখছি।
বঙ্গবাণীডটকম/এমএস
- ৮ সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী
- প্রকাশ হলো ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের গেজেট
- ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক
- এসিআইকে কোটি টাকা জরিমানা, দুই দিনে পণ্য সরিয়ে ফেলারও নির্দেশ
- শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- নিক্সনের বিরুদ্ধে মামলা
- হাইকোর্টে নিক্সন চৌধুরী
- ভিপি নুরের বিরুদ্ধে মামলা, পিবিআইকে প্রতিবেদন জমার নির্দেশ
- ‘ধর্ষণের ঘটনায় সালিশ বৈঠক কেন অবৈধ নয়’
- গাড়ি চালকের ২৪টি ফ্ল্যাট, ৩টি বাড়ি
- মানবতাবিরোধী অপরাধ
কায়সারের মৃত্যু পরোয়ানা ট্রাইব্যুনালে পৌঁছেছে - রিফাত হত্যা মামলায় আরো ৬ জনের কারাদন্ড
- ৩২ বছরের মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- পাপিয়া দম্পতির ২৭ বছরের কারাদণ্ড
- স্বাস্থ্য অধিদফতরের সেই গাড়িচালক র্যাবের হাতে আটক

