ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৪ ১৪৩১
ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪       
banner

‘সাইবার নিরাপত্তা আইনে অনেক সাজা কমানো হয়েছে’

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:০৭, ১০ আগস্ট ২০২৩

‘সাইবার নিরাপত্তা আইনে অনেক সাজা কমানো হয়েছে’

ফাইল ছবি

সাইবার নিরাপত্তা আইনে এতে অনেক সাজা কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, এটা রহিতকরণ করে পরিমার্জন করা হয়েছে। আগে কিছু কিছু ধারায় শাস্তি বেশি ছিল, সেগুলো কমানো হয়েছে। আবার আগে একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ সাজার বিধান ছিল, সাইবার নিরাপত্তা আইনে সেই ধারা বাতিল করা হয়েছে।

তিনি আরো বলেন, আগের আইনে যেসব দফা জামিনযোগ্য ছিল না, সেগুলো জামিনযোগ্য করা হয়েছে। অর্থদণ্ডও কমানো হয়েছে।

আনিসুল হক বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য সিকিউরড সাইবার স্পেস প্রয়োজন। এক্ষেত্রে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগও করতে হবে। এজন্য আমরা সাইবার সিকিউরিটি আইন-২০২৩ প্রস্তাব করেছি।

তিনি বলেন, আইনটির অপরাধ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডও হবে।

আইনমন্ত্রী আরো বলেন, আমরা ডেটা সুরক্ষা আইনও করছি। এটা হবে দেওয়ানি মামলা। এতে অর্থদণ্ড থাকবে, কারাদণ্ড থাকবে না। অনলাইনে মতামত দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা সবার মতামত গুরুত্বের সঙ্গে দেখছি।

বঙ্গবাণীডটকম/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত