ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৬ ১৪৩১
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৪       
banner

পাগলা মসজিদের দানবাক্সে যত টাকা পাওয়া গেল

বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৩০, ১৯ আগস্ট ২০২৩

পাগলা মসজিদের দানবাক্সে যত টাকা পাওয়া গেল

পাগলা মসজিদ

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে শনিবার সকাল ৮টা-দুপুর ১২টা পর্যন্ত তিন কোটি টাকা গোনা হয়েছে। এর আগে ঐদিন সকালে মসজিদটির দানবাক্স খুলে ২৩ বস্তা টাকা পাওয়া যায়। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঐতিহাসিক এই মসজিদে লোহার ৮টি দানসিন্দুক আছে। তিন থেকে পাঁচ মাস পরপর এই সিন্দুক খোলা হয়। এর আগে, গত ৬ মে মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৯ বস্তায় ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা পাওয়া যায়। এছাড়া বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল।

মসজিদটির পরিচালনা কমিটি সূত্র জানিয়েছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া জানান, পাগলা মসজিদের খরচ চালিয়ে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখা হয়। পরে মসজিদ পরিচালানা কমিটির অনুমোদনে জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানায় এবং অসহায় ও জটিল রোগীদের সহায়তা করা হয়।

বঙ্গবাণীডটকম/এমএস

ধর্ম বিভাগের সর্বাধিক পঠিত