ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

ধর্ষণ প্রমানে ব্যর্থ, ফাঁসির ৪ আসামিকে খালাস দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৪৪, ১১ অক্টোবর ২০২২

ধর্ষণ প্রমানে ব্যর্থ, ফাঁসির ৪ আসামিকে খালাস দিলেন হাইকোর্ট

ছবি-সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের মৃত্যুদণ্ড থেকে খালাস করে রায় দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স খারিজ করে হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

খালাসপ্রাপ্তরা হলেন- কমলনগর উপজেলার চর বসু গ্রামের ছানাউল্লাহ, আন্ডার চর গ্রামের মো. রহিম, চর কালকিনি গ্রামের মো. হারুন ও একই গ্রামের আবুল কাসেম।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা।

সাংবাদিকদের হেলাল উদ্দিন মোল্লা জানান, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। এছাড়া মেডিকেল রিপোর্টেও ধর্ষণের প্রমাণ মেলেনি। ফলে চার আসামি খালাস পেয়েছেন।

তবে মামলার অভিযোগে দাবি করা হয়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাত আড়াইটায় লক্ষ্মীপুরের কমলনগরে একটি ঘরের দরজা ভেঙে ৮-৯ জন এক গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এরপর ঘুমন্ত অবস্থায় গৃহবধূর হাত-পা বেঁধে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

বঙ্গবাণীডটকম/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত