ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

কুমিল্লার ঘটনায় ইকবালসহ চারজনের ৭ দিনের রিমান্ড

বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:২৮, ২৩ অক্টোবর ২০২১

কুমিল্লার ঘটনায় ইকবালসহ চারজনের ৭ দিনের রিমান্ড

ছবি-সংগৃহীত

কুমিল্লায় ধর্ম অবমাননার ঘটনায় করা মামলায় গ্রেফতার ইকবাল হোসেনসহ চারজনের সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিথিলা জাহান নিপা এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যান্যরা হলেন,- জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল করা ইকরাম, দারোগা বাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ন কবীর।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির জানান, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে সেহেতু তারা কাদের প্ররোচনায় এমন কাজ করেছে তা এখনো স্পষ্ট জানা যাচ্ছে না। ধর্মীয় অনুভূতি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।  

তিনি আরো বলেন, তদন্তে আরো কোনো তথ্য বের হয়ে আসলে অথবা অন্য ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকলে তাদের নামে মামলা করা হবে।

বঙ্গবাণীডটকম/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত