ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২১ ১৪৩২
ঢাকা, ০৫ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

করোনায় আক্রান্ত এক আদালতের ১০ বিচারক

হবিগঞ্জ প্রতিনিধি  বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:১৫, ২৩ জানুয়ারি ২০২২

করোনায় আক্রান্ত এক আদালতের ১০ বিচারক

প্রতীকী ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন এক আদালতের ১০ জন বিচারক। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে। জেলার বিচার বিভাগে কর্মরত ২৮ জন বিচারকের মধ্যে ১০ জনই করোনায় আক্রান্ত হওয়ায় বিঘ্নিত হচ্ছে বিচারকাজ।

আক্রান্তদের মধ্যে রয়েছেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজাম মুনীরা, সিনিয়র সহকারী জজ তানিয়া ইসলাম, সহকারী জজ অভিজিৎ চৌধুরী, সাজিদ-উল-হাসান চৌধুরী ও মো. আব্দুল হামিদ। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধান ও মো. জাকির হোসাইন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, রাহেলা পারভীন ও তাহমিনা হক।

হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. আনিসুর রহমান জানান, ১০ জন বিচারক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জানতে পেরেছি। তাই আদালত পাড়ায় স্বাস্থ্যবিধি মানাতে কোর্ট পুলিশ কাজ করছে। এদিকে, বিচারকরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তারা এজলাসে আসেননি। ফলে বিচারপ্রার্থীদের আদালত পাড়ায় ভিড় জমাতে দেখা গেছে।  

বঙ্গবাণীডটকম/এমএস

আইন-আদালত বিভাগের সর্বাধিক পঠিত