ঢাকা, ০৯ ডিসেম্বর, ২০২৩ | অগ্রাহায়ণ ২৫ ১৪৩০
ঢাকা, ০৯ ডিসেম্বর, ২০২৩       
banner

দুটি ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকা

কক্সবাজার প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ১৭:৫৯, ১৯ আগস্ট ২০২৩

দুটি ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকা

ছবি-সংগৃহীত

দুই কেজি ৪০০ গ্রাম ওজনের দুটি ইলিশ মাছ ধরা পড়েছে কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে। ছয় হাজার টাকা করে মাছ দুটি বিক্রি হয়েছে ১২ হাজার টাকায়। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় নাফ নদীতে জাল ফেলেন গফুর মিয়া নামের এক জেলে। রাত ৯টার দিকে তার জালে  বড় দুটি ইলিশ ধরা পড়ে।

পরে ঐ জেলের কাছ থেকে মাছ দুটি কিনে নেন টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকার মাছ ব্যবসায়ী মোজাহার আলম। শুক্রবার সকালে বাজারে এনে মাছগুলো ১২ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, আড়াই কেজির ইলিশ খুব কমই ধরা পড়ে। বড় আকৃতির ইলিশ দুটি দেখতে ভিড় জমান ক্রেতারা। এমন বড় ইলিশ প্রতিদিন দেখা যায় না।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার নাফ নদী থেকে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছিল। এ নদীতে ৬ বছর মাছ ধরা বন্ধ ছিল। বর্তমানে নদীটি ইলিশের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত