ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ২১ ১৪৩১
ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৬:২৫, ৮ জুন ২০২৪

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

প্রতীকী ছবি

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। 

রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা আমার কাছে আসছে। নামের তালিকা এলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেবো।

বঙ্গবাণীডটকম/এমএস

ধর্ম বিভাগের সর্বাধিক পঠিত