ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১৩ ১৪৩১
ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪       
banner

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২৯, ১৮ আগস্ট ২০২১

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু

ছবি-সংগৃহীত

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩০৬ জনসহ এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬ হাজার ৬৫৫ জন। 

বুধবার সন্ধ্যায় সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৭৩ জন।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একদিনে এটিই সর্বোচ্চ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হওয়ার রেকর্ড। এর মধ্যে ৩০৬ জন ঢাকার হাসপাতালে ভর্তি হন।

বঙ্গবাণীডটকম/এমএস

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত