ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৬ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

জাতীয় পরিচয়পত্র দিয়েও করা যাবে টিকার নিবন্ধন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৪:৪৩, ১৫ জুলাই ২০২১

জাতীয় পরিচয়পত্র দিয়েও করা যাবে টিকার নিবন্ধন: স্বাস্থ্যমন্ত্রী

প্রতীকী ছবি

সুরক্ষা অ্যাপে নিবন্ধনে অসুবিধা হলে জাতীয় পরিচয়পত্র দিয়েও করোনা প্রতিরোধী টিকার নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহাখালীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। তবে আপাত সুরক্ষা অ্যাপ দিয়ে করোনা টিকার নিবন্ধন করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ডা. জাহিদ মালেক বলেন, করোনা টিকা সংগ্রহের জন্য এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে ফ্রিজ কেনার কথা বলা হয়েছে। করোনার টিকা সংগ্রহে কোনো সমস্যা হবে না।

এদিকে গতকাল বুধবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ করতে ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে দেশের এক কোটি মানুষ এরই মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করেছেন।

গত ২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হয়। কিন্তু পরবর্তীতে ভ্যাকসিনের সংকট দেখা দিলে মে’র শুরু থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ গত ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন চালু হয়েছে।

বঙ্গবাণীডটকম/এমএস

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত