ঢাকা, ২৯ মার্চ, ২০২৪ | চৈত্র ১৫ ১৪৩০
ঢাকা, ২৯ মার্চ, ২০২৪       
banner

ছাদখোলা বাসে শিরোপাজয়ী সাবিনারা

খেলা প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৩২, ২১ সেপ্টেম্বর ২০২২

ছাদখোলা বাসে শিরোপাজয়ী সাবিনারা

ছবি-সংগৃহীত

সাফ ফুটবল নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের ‘বাঘিনীরা’। বিজয়ী সাবিনা-কৃষ্ণারা জয়ের ট্রফি নিয়ে দেশে ফিরেছেন। সাবিনা-কৃষ্ণাদের বরণ করে নিতে প্রস্তুত করা ছিল ছাদখোলা বাস। এরই মধ্যে তারা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সেই বাসে চড়েই রওনা হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে) ভবনের দিকে। 

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবিনা খাতুনরা। 

মেয়েদের বরণ করে নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ যেন তিল ধারণের ঠাঁই ছিল না। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ফুটবল দল আসে সাবিনাদের শুভেচ্ছা জানাতে। এ ছাড়াও ছিলেন অনেক সাধারণ সমর্থক। ছিলেন উৎসুক জনতাও। 

তাদের শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা খাতুনরা। এরই এক পর্যায়ে বাংলাদেশ নারী দল সেখান থেকে ছাদখোলা বাসে উল্লাস করতে করতে রওনা হন বাফুফে ভবনের দিকে। এরপর কাকলী, জাহাঙ্গীর গেট, পিএম অফিস, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে  তারা বাফুফে ভবন পৌঁছান বিকাল ৪.৩৫ মিনিটে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নারী সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নারী সাফে এটাই বাংলাদেশের প্রথম শিরোপা। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন বাংলাদেশের তারকা সাবিনা খাতুন।

বঙ্গবাণীডটকম/এমএস

খেলা বিভাগের সর্বাধিক পঠিত