ঢাকা, ২৮ মার্চ, ২০২৪ | চৈত্র ১৪ ১৪৩০
ঢাকা, ২৮ মার্চ, ২০২৪       
banner

গত ২৪ সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ২০:০৭, ২৪ জুলাই ২০২১

গত ২৪ সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রতীকী ছবি

বেশ কিছুদিন ধরে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বর নিয়ে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। 

অধিদফতর থেকে আরো জানানো হয়, এখন পর্যন্ত এক হাজার ৫৭৪ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪ জন ঢাকার বাইরের জেলার বাসিন্দা।

মোট শনাক্ত রোগীর মধ্যে এক হাজার ২০২ জনকে চলতি মাসে শনাক্ত করা হয়েছে। গত মাসে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন। তবে হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। ৪২২ জন এখনো ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন তিনজন।

বঙ্গবাণীডটকম/এমএস

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত