ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪ | বৈশাখ ১২ ১৪৩১
ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪       
banner

কাল থেকে টেলিটকে পাওয়া যাবে ৫-জি সেবা

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৮:৪৯, ১১ ডিসেম্বর ২০২১

কাল থেকে টেলিটকে পাওয়া যাবে ৫-জি সেবা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার- ফাইল ছবি

দেশে ৫-জি প্রযুক্তির মোবাইল সেবার উদ্বোধন হবে রোববার। প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে এ সেবা পাওয়া যাবে। শনিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবসে রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর রেডিসন ব্লুতে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ২০২০ সালে বিশ্বের ৮টি দেশ ৫-জি চালু করে। মালয়েশিয়া আগামী বছরের মার্চে চালু করবে। আমাদের জন্য সৌভাগ্য যে আমরা নবম বা দশম দেশ হিসেবে এ প্রযুক্তি চালু করছি। 

তিনি বলেন, প্রাথমিকভাবে টেলিটকের মাধ্যমে ঢাকার কয়েকটি স্থানে ৫-জি সেবা পাওয়া যাবে। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমন্ডি-৩২, বাংলাদেশ সচিবালয়, মানিক মিয়া অ্যাভিনিউ এবং ঢাকার বাইরে সাভার ও টুঙ্গিপাড়ায় এ সেবা চালু হবে।

সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

বঙ্গবাণীডটকম/এমএস

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত