যেভাবে উদ্ধার হলো ব্যাংকের ছিনতাই হওয়া ৯ কোটি টাকা
প্রকাশিত: ২০:৩২, ৯ মার্চ ২০২৩

ছবি-সংগৃহীত
ঢাকার উত্তরা থেকে প্রকাশ্যে বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
হারুন-অর-রশীদ বলেন, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাংকের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টাকা পরিবহনে নিয়োজিত মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালক ও গাড়িচালকসহ সাতজনকে আটক করা হয়েছে।
এদিকে প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত ঘটনা বলছে ডিবি। ছিনতাইকারীরা অনেক আগে থেকে টাকা ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করছিল বলেও জানায় ডিবি।
রাজধানীর উত্তরার হোটেল লা মেরিডিয়ানের সামনে সাংবাদিকদের ডিবি প্রধান আরো বলেন, বৃহস্পতিবার সকালে গাড়িটি যাওয়ার পথে ছিনতাইকারীরা গাড়িটি গতিরোধ করে। টাকা বহন করা গাড়িতে ছয়জন লোক ছিল। ছিনতাইকারীরা ছয়জনকে মারপিট করে টাকার চারটি ট্রাংক নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। চারটি ট্রাংকে ১১ কোটি ২০ লাখ টাকা ছিল।
পরবর্তীতে ডিবি পুলিশের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় টহল, থানা ও ডিবি পুলিশ টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরতে কাজ শুরু করে। এক পর্যায়ে উত্তরা এলাকা থেকে পালানোর সময় তিনটি ট্রাংকসহ সাতজকে আটক করা হয়।
টাকা ছিনতাইয়ের ঘটনা পরিকল্পিত জানিয়ে ডিবি প্রধান বলেন, মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের টাকা আনা-নেয়ার বিষয়টি ছিনতাইকারীরা অনেক দিন ধরে ফলো করছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ছিনতাইকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না।
তিনি আরো বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনের নাম পেয়েছি। মানি প্ল্যান লিংক সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের দুইজন পরিচালসহ সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
বঙ্গবাণীডটকম/এমএস
- চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের, পাঁচজন রিমান্ডে
- প্রেমিকার কাছে হিরো সাজতে শিক্ষককে পিটিয়ে হত্যা করে ছাত্র জিতু
- ‘অপেশাদার আচরণ করবেন না’
- অসুস্থ স্বামীর জন্য রক্ত জোগাড় করতে গিয়ে ধর্ষিত হলেন স্ত্রী
- আলোচনায় ড্রাইভার মালেকের শৌচাগারের লাল কমোড
- রাজধানীতে এক ঘন্টায় ছয়টি বাসে আগুন
- ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা
- উপ-নির্বাচনের দিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৯ মামলা, আসামি ৪৩৪
- শহীদ মিনারের সামনে মদপান, আটক ৩
- ‘দুর্নীতির ঊর্ধ্বে থেকে সেবা দিয়ে ভালোবাসা অর্জন করতে হবে’
- বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
- ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকা`র নতুন কমিটি গঠন
- এ মাসেই মেট্রোরেল চলাচল দেখবে নগরবাসী
- ধর্ষন চেষ্টায় ব্যার্থ হয়ে হত্যার হুমকি, শঙ্কিত পরিবার
- অভিযান শেষ, জেএমবির শীর্ষ নেতা আটক