ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪ | অগ্রাহায়ণ ২১ ১৪৩১
ঢাকা, ০৫ ডিসেম্বর, ২০২৪       
Shruhid Tea

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের ফেরদৌসী কাদরী

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ০৯:০৭, ১ সেপ্টেম্বর ২০২১

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশের ফেরদৌসী কাদরী

ড. ফেরদৌসী কাদরী। ফাইল ছবি

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের খ্যাতিমান বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। বর্তমানে তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। 

বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের দেশগুলোর কলেরা নির্মূলে তার গবেষণা কাজগুলো গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি ২৫ বছর ধরে টিকা উন্নয়নে কাজ করছেন।

প্রতি বছর ছয়টি শ্রেণিতে এশিয়ার বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয় ফিলিপাইনের র‍্যামন ম্যাগসেসে অ্যা ওয়ার্ড ফাউন্ডেশন।

এর আগে, ড. ফেরদৌসী কাদরী ২০২০ সালে কাজের স্বীকৃতি হিসেবে পান ল রিয়েল-ইউনেস্কো ফর উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড। এ বছর সিঙ্গাপুর ভিত্তিক বিজ্ঞান সাময়িকীর হিসাবে এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভূক্ত হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগ থেকে ১৯৭৫ সালে বিএসসি ও ১৯৭৭ সালে এমএস ডিগ্রি সম্পন্ন করেন। ইংল্যান্ডের লিভারপুর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন, প্রতিষেধক বিদ্যা বিভাগ থেকে ১৯৮০ সালে পিএইচডি করেন। 

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) থেকে প্রতিষেধক বিদ্যা বিভাগ থেকে পোস্টডক্টোরাল শেষে ১৯৮৮ সালে সহযোগী বিজ্ঞানী হিসেবে এ প্রতিষ্ঠানেই কর্মজীবন শুরু করেন তিনি।

বঙ্গবাণীডটকম/এমএস

বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত