ঢাকা, ২৩ মার্চ, ২০২৩ | চৈত্র ৯ ১৪২৯
ঢাকা, ২৩ মার্চ, ২০২৩       
banner

মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক বঙ্গবাণী

প্রকাশিত: ১৬:৪৬, ১৪ ডিসেম্বর ২০২১

মেডিকেলে ভর্তি ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। 

আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভীড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন।

বঙ্গবাণীডটকম/এমএস

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত