ফরিদপুর সদরে ১১ টি ইপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
প্রকাশিত: ১৫:৪৫, ১৬ মার্চ ২০২৩

ছবি- বঙ্গবাণী
সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ফরিদপুর সদরের ১১ টি ইপি নির্বাচনের ভোটগ্রহণ যা বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এবারই প্রথমবারেরমত ভোটারা ইভিএম পদ্ধতিতে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। নির্বাচনে ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৮ জন প্রতিদ্বদ্বিতা করছেন।
নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও র্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।
এর আগে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূর আমীন।
তিনি বলেন, ফরিদপুর সদর উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৩ হাজার ২৯ জন। উপজেলার ১০৩ টি ভোটকেন্দ্রের ৬৬৫ টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোট প্রদান করছেন। ভোট গ্রহণে আমাদের ১০৩ জন প্রিসাইডিং এবং ৬৬৫ জন সহকারি প্রিসাইডিং অফিসার কাজ করছেন।
আজ সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। ইভিএম পদ্ধিতি নতুন তাই ভোট গ্রহনে একটু সময় লাগছে বলে জানান একাধিক প্রিসাইডিং কর্মকর্তা। তবে আগত সকল ভোটারদের ভোট গ্রহণে নির্ধারিত সময়রে বেশি দরকার হলেও সে সময় পর্যন্ত ভোট গ্রহণ চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান তারা।
ভোটার ও একাধিক প্রতিদন্দি প্রার্থী ভোট কেন্দ্রের পরিবেশ, ভোট গ্রহণ ও ভোটার উপস্থিতিতে সন্তোষ করেন। এছাড়া, অন্য কোন ইউনিয়ন বা কোন কেন্দ্রে কোন অপ্রতিকির পরিস্থিতি খবর পাওয়া যায়নি। আবার অনেক ভোটারা ভোট প্রদান শেষে নিজের পছন্দের প্রার্থীদের সঙ্গে ফলাফলের জন্য অপেক্ষায় রয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- ইউপি নির্বাচন
সালথায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত-১ - ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- উপজেলা পরিষদ তো নয়, যেন ছাগলের খামার!